গাজায় ইসরায়েলি সেনা, হামাস যোদ্ধাদের তুমুল লড়াই

মত ও পথ ডেস্ক

চলছে হামাস-ইসরায়েল যুদ্ধ। ছবি : আল-জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের। ইসরায়েলি বাহিনী বলছে, গাজায় আকাশ ও স্থলপথে হামলা চালিয়ে তারা হামাসকে ‘ধাপে ধাপে ধ্বংস করছে’। অপর দিকে হামাস জানিয়েছে, পাল্টা হামলা চালিয়ে তারা ইসরায়েলের এক সেনাকে হত্যা ও কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস করেছে। খবর বিবিসির।

৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি উপত্যকাটিতে ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করেন ইসরায়েলি সেনারা। আজ মঙ্গলবার উত্তর গাজার আরও ভেতরে প্রবেশ করেছেন তারা। এসব অঞ্চলে হামাসের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এ নিয়ে বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন, গতকাল সোমবার রাতভর গাজায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামাসকে একের পর এক আঘাত করে, ধাপে ধাপে ধ্বংস করা হচ্ছে। লার্নার অভিযোগ করে বলেন, মসজিদ ও বেসামরিক ভবন থেকে কার্যক্রম পরিচালনা করছে হামাস।

ইসরায়েল বাহিনী গাজার ‘সব এলাকায়’ হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস। তিনি আজ বলেছেন, আমাদের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলো উত্তর গাজা। এই অঞ্চলে হামাসের আধিপত্য রয়েছে। তবে আমরা গাজার অন্য এলাকাগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন