যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বললেন, ‘এটা যুদ্ধের সময়’

মত ও পথ ডেস্ক

নেতানিয়াহু
নেতানিয়াহু। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার তেল আবিবে বিদেশি গণমাধ্যমের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, বাইবেল বলে যে ‘শান্তি ও যুদ্ধের একটি সময় আছে।’ বাইবেলের উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহু বলেন, ‘এটা যুদ্ধের সময়। আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ।’ খবর বিবিসির।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করতে চান তিনি। ১৯৪১ সালে পার্ল হারবারে বোমা হামলা বা ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি ৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হবে না। নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হলো ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণ করার জন্য আহ্বান, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান।

শেয়ার করুন