এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা চিলি, কলম্বিয়ার

মত ও পথ ডেস্ক

ছবি : বিবিসি

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সামরিক হামলা অব্যাহত রাখার জেরে এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল লাতিন আমেরিকার দুই দেশ কলম্বিয়া ও চিলি। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়া। খবর সিএনএন ও বিবিসির।

এরপর সেদিন রাতেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র ও চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক পৃথকভাবে তাঁদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে প্রত্যাহারের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তাঁরা নিজ নিজ দেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হবে বলে জানান।

universel cardiac hospital

শেয়ার করুন