বিএনপি নেতা আমীর খসরু ও জহির উদ্দিন ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে আজ বেলা আড়াইটার দিকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

universel cardiac hospital

আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের হামলায় কনস্টেবল আমিরুল হক নিহত হন।

শেয়ার করুন