যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মত ও পথ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ
ফাইল ছবি

আজ থেকে ৫১ বছর আগে ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব সংগঠন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পর জাতীয় চার মূলনীতি সামনে রেখে আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে যুবসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জন্ম হয় যুবলীগের।

যুব আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবলীগের নেতাকর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করেন।

universel cardiac hospital

আজ শনিবার যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়েছে সংগঠনটি। দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ।

শেয়ার করুন