ঢাকার মিরপুরে দিনদুপুরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় একটি বাসে আগুন লাগানো হয়েছে। আজ রোববার বেলা সোয়া একটার দিকে বাসটিতে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলেছে, বাসটি প্রজাপতি পরিবহনের। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথে অবরোধ শুরু করেছে। আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। সকালে ফায়ার সার্ভিস জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

universel cardiac hospital

শেয়ার করুন