ইসির সভা চলছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা শুরু হয়েছে আজ বুধবার বিকেল ৫টায়। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বলে জানা গেছে। বিকেল পৌনে পাঁচটার পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান সিইসির রুমে প্রবেশ করেন। বিকেল পাঁচটায় তারা কমিশন বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে আজ সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিতব্য ওই ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর আগে আজ সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন হতে পারে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই মূলত তফসিল ঘোষণা করা হয়।

শেয়ার করুন