ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের একমাত্র সমাধান ‘দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা’ বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েল যদি গাজা দখল করে সেটি হবে বড় ভুল বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি।
বাইডেন আরও বলেন, হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির জন্য তিনি তার ক্ষমতার সবকিছুই করছেন। তবে তার মানে সেখানে মার্কিন সৈন্য পাঠানো নয়। জিম্মি মুক্তি ইস্যুতে তিনি ক্রমাগত কাজ করছেন বলেও জানিয়েছেন। আরব নিউজ।
চলতি সপ্তাহে বাইডেন বলেছিলেন, জিম্মিদের উদ্দেশে তার বার্তা হলো, ‘সেখানে থাকুন, আমরা আসছি।’ এই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হলো আমি আপনাদের মুক্ত করতে ক্ষমতার সবকিছুই ব্যবহার করছি। আপনাদের সহায়তা করতে আর-আপনাদের মুক্ত করতে আসছি। তবে আমি সেখানে সেনা পাঠাতে চাই না। আমি সামরিক বাহিনীর কথা বলিনি।’