আগুনে পুড়ল গ্যারেজে রাখা ২৬ গাড়ি

মত ও পথ ডেস্ক

পুড়ে যাওয়া গাড়ি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা ২৬টি গাড়ি। এরমধ্যে ২০টি সিএনজিচালিত অটোরিকশা, পাঁচ মোটরসাইকেল ও একটি রিকশা রয়েছে। রোববার রাত ২টার দিকে নগরীর হালিশহর ঈদগাঁ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে গ্যারেজটির প্রহরী আহত হয়েছেন। তার নাম মো. আলী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

universel cardiac hospital

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ বিভাগীয় দপ্তরের মবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন জানান, রোববার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। পরে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা জানা যায়নি। ক্ষয়ক্ষতি কি পরিমাণ বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন গ্যারেজের মালিক মো. জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন