তিন দিনে ১৫ কোটি ৯ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করলো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দিনে ১৫ কোটি ৯ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে শুধু আজ সোমবার আট বিভাগে ৭৩৩ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরম নিয়েছেন। এছাড়া গত শনি ও রোববার ২ দিনে দুই হাজার ২৮৬ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিন দিনে মোট দলীয় মনোনয়ন বিক্রি হয়েছে তিন হাজার ১৯টি।

সোমবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির আজ তৃতীয় দিন। আজ ঢাকা বিভাগে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগে ৩৩টি, ময়মনসিংহ বিভাগে ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপুর বিভাগে ৬২টি ও রাজশাহী বিভাগে ৫৯টি। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে। গত শনিবার ১০৭৪টি ও রোববার ১২১২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

universel cardiac hospital

গত শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

শেয়ার করুন