বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের আহ্বান অব্যাহত থাকবে

মত ও পথ ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।ফাইল ছবি

বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে সরকার ও রাজনৈতিক দলসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবে জাতিসংঘ। আগামী ৭ জানুয়ারি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব তা করতে, সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব। এর আগে এক সাংবাদিক তার উদ্দেশ্যে বলেন, বিরোধীদের ওপর সাঁড়াশি অভিযানের মধ্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। … রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও প্রত্যাখ্যান করেছে সরকার।

universel cardiac hospital

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নেবেন, তা জানতে চাওয়া হয়। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র যে অবস্থান তুলে ধরেছেন, তা আন্তর্জাতিক সংস্থাটির সাধারণ অবস্থান।

শেয়ার করুন