দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন মহাসচিব মুজিবুল হক। রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
মুজিবুল হক বলেন, নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। ভোটকেন্দ্রে এসে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।
সংশ্লিষ্ট মহলের নাম উল্লেখ করতে চান না জানিয়ে জাপার মহাসচিব বলেন, আমাদের আশ্বস্ত করেছে। তাদের এই আশ্বাসের কারণে, তাদের প্রতি আমাদের বিশ্বাস সৃষ্টি হওয়ার কারণে আমাদের চেয়ারম্যানের নির্দেশে তার পক্ষ থেকে আপনাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা করছি।
তবে এবার কোনো জোটের মধ্যে না থেকে ৩০০ আসনেই জাপা এককভাবে প্রার্থী দেবে বলে উল্লেখ করেন মুজিবুল হক। তিনি বলেন, এককভাবে নির্বাচন করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটাই থাকবে। আমরা কারও সঙ্গে আসন সমঝোতার চিন্তা করছি না। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।