জোটের শরিকদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

১৪-দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রী ১৪–দলীয় জোটের প্রধান। এখন শরিকদের আসন নিয়ে সিদ্ধান্ত আমাদের হয়নি। শরিকদের আমাদের প্রয়োজন আছে কি না, সেটা এখনো ঠিক করিনি। কারণ, জোটের বিপরীতে জোট হবে। এখানে আমাদের প্রতিপক্ষ যদি একটা বড় জোট করে, সেখানে তার বিপরীতে আমাদের জোট হবে, তা ছাড়া আমাদের কেন অহেতুক জোট করতে হবে। প্রয়োজন না থাকলে তো জোট করব না।

ওবায়দুল কাদের আরও বলেন, জোট করব যাদের নিয়ে, তাদের তো গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকতে হবে। আমি একটা দল করি, জোটে আছি, নির্বাচনে অংশ নিলেই জিতব—এমন গ্যারান্টি তো নেই। দলের মনোনয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নতুন ও পুরোনো মিলিয়ে মনোনয়ন দেওয়া হচ্ছে। যেখানে পুরোনোদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে, সেখানে নতুন করে ভাবতে হচ্ছে।

কারণ, সেখানে বিজয়ী হওয়ার মতো প্রার্থী দরকার। প্রার্থী বিজয়ী হতে পারবেন কি না, এটাই মনোনয়ন বিচারের মানদণ্ড। যার যার যোগ্যতা অনুযায়ী পাস করতে হবে। তিনি আরও বলেন, কতজন বাদ দেব, কতজন আনব—এ ধরনের চিন্তা আমাদের নেই। আমাদের মাথায় হচ্ছে, কাকে দিলে আমাদের দলীয় প্রার্থী জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে।

শেয়ার করুন