প্রসঙ্গ: জাতীয় পার্টির ২৮৯ আসনে প্রার্থিতা ঘোষণা

মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া

জাতীয় পার্টি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করা জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চাচ্ছি, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টি অবশ্যই সরকার গঠন করতে পারবে।

universel cardiac hospital

সরকার পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত এবং ২৮৯ আসনে নিজেদের প্রার্থী ঘোষণার বিষয়টকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করব তারা পূর্বের ন্যায় কোনো ধরনের আঁতাতের পথে না হেঁটে সত্যিকারের বিরধী দল হিসেবে নির্বাচনের মাঠে লড়াইয়ে লিপ্ত হবে এবং এদেশে নিজেদের জনপ্রিয়তা যাচাই করবে। এই কর্মটি যদি তারা সম্পন্ন করতে ব্যর্থ হয়, তবে আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় পার্টি পুরোপুরি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হবে।

শেয়ার করুন