আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

বিএনপির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সই করা এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। চিঠিতে বলা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬২(২) ও ১৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১২৫, ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমরকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ অবস্থায় শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসনের নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর গণমাধ্যমকে বলেন, গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতির তুলনায় বঙ্গবন্ধুর রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।

শেয়ার করুন