জলবায়ু সম্পর্কিত প্রকল্পে বার্ষিক ব্যয় বাড়াবে বিশ্বব্যাংক

মত ও পথ ডেস্ক

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক। ফাইল ছবি

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮)। এরই অংশ হিসেবে জলবায়ু সম্পর্কিত প্রকল্পগুলোতে বার্ষিক ব্যয় বাড়ানোর কথা জানিয়েছে বিশ্বব্যাংক।

সম্মেলনে অংশ নিয়ে এমন ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি বলেন, ‘জলবায়ু সংক্রান্ত আরও কর্মকাণ্ডে সাড়া জাগাতে একটি নীতি সংশোধনের অংশ হিসেবে ২০২৪ থেকে ২০২৫ সালের অর্থায়নের জলবায়ু-সম্পর্কিত প্রকল্পগুলোতে বার্ষিক ব্যয় বাড়িয়ে ৪৫ শতাংশে উন্নীত করা হবে। যা আগে ছিল ৩৫ শতাংশ।’

universel cardiac hospital

তিনি বলেন, ‘ওয়াশিংটন ভিত্তিক ব্যাংক এ সংক্রান্ত প্রকল্পে ৪০ বিলিয়ন খরচ করবে, যা আগের চেয়ে ৯ বিলিয়ন ডলার বেশি।’

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা না গেলে বিপর্যয় দেখা দেবে। তাই এটি বাস্তবায়নের এটি সময়সীমা বেঁধে দেওয়া প্রয়োজন। বৈশ্বিকভাবে অবশ্যই ক্ষয়ক্ষতি পোষাতে অর্থ বরাদ্দ রাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।

শেয়ার করুন