স্বাক্ষর জালিয়াতি: মদকে হালাল আখ্যায়িত করা ফিরোজের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে মনোনয়ন জমা দেয়া স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এক শতাংশ সমর্থনকারি ভোটারের তালিকায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ফিরোজুর রহমান। এছাড়া গত (২০ নভেম্বর) ফেসবুক লাইভে এসে মদকে ‘মেডিসিন’ ও মদের ব্যবসাকে ‘হালাল ব্যবসা’ বলে আখ্যায়িত করে ফেসবুকে ভাইরাল হন তিনি।

তার ঐ বক্তব্যের কারণে জেলাজুড়ে ক্ষোভে ফেটে পড়েন ধর্মপ্রাণ মুসলিম জনতা। গত ২৪ নভেম্বর (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার সকল সচেতন মুসলিম জনতার ব্যানারে বিশাল মানববন্ধন করা হয়।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদ এর দফা ৩- এ যেসব কারণে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করিতে পারিবেন,-

(ক) প্রার্থী সদস্য হইবার যোগ্য নহেন;

(খ) প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়নপত্র সমর্থন করিবার যোগ্য নহেন;

(গ) অনুচ্ছেদ ১২ বা ১৩ এর কোনো বিধান প্রতিপালন করা হয় নাই;
বা
(ঘ) প্রস্তাবকারী বা সমর্থনকারীর স্বাক্ষর সঠিক নহে।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্র বাতিলে দফা ৩-এর ঘ ধারা অনুসরণ করা হয়েছে।

শেয়ার করুন