আসন বণ্টন : সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

মত ও পথ ডেস্ক

১৪ দলীয় জোট
ফাইল ছবি

জোট শরীকদের আসন বণ্টন করতে আজ সন্ধ্যায় ১৪ দলের শীর্ষনেতারা গণভবনে বৈঠকে বসবেন। ১৪ দলের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকেরা আসন সমঝোতার জন্য উন্মুখ হয়ে আছেন। কিন্তু জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক হচ্ছিল না। অবশেষে আজ সেই অপেক্ষা ঘুচবে শরিকদের।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের বৈঠকেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে—এমনটা নয়। শরিকেরা ইতিমধ্যে যেসব আসন প্রত্যাশা করছেন এবং এর মধ্যে সর্বাধিক গুরুত্ব কোন কোন আসনে—সেই সংক্রান্ত তালিকা জমা দিয়েছেন। এই তালিকা আজকের বৈঠকে জোটের সমন্বয়ক উপস্থাপন করবেন। শেখ হাসিনা তালিকা বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত জানাবেন। এর মধ্যে হয়তো জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। তারা সময়-সময় আলাপ-আলোচনা করে জোটের প্রধানকে অবহিত করবেন।

২০০৮ সাল থেকে ১৪-দলীয় জোট একসঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছে। গত নির্বাচনে শরিক দলের আটজন নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন।

শেয়ার করুন