নৌকার বাইরে যারা নির্বাচন করছেন, তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দল বা নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলেন, তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। আজ বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, এই নৌকাকে আমরা বলি হক–ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য মনে করেন, দলের বিরুদ্ধে কাজ করে দল থেকে বহিষ্কার হওয়া এক বিষয়, আর দলের আদর্শের প্রতি অটুট থেকে, অবিচল থেকে আদর্শের জন্য কাজ করা অন্য বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে হয়তো বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্তু তিনি বলেননি, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মীকে অন্য প্রার্থীর জন্য কাজ করতে হবে। নৌকার বাইরে যারা নির্বাচন করছেন, আমার দৃষ্টিতে তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী।

নৌকার প্রার্থীদের কীভাবে বিজয়ী করানো যায়, তা নিয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমাদের সাফল্যের, অর্জনের ও উন্নয়নের বিভিন্ন দিক কীভাবে মানুষের মাঝে তুলে ধরব, তা নিয়ে আলোচনা করব। আমাদের কী উদ্দেশ্য, কী অঙ্গীকার ও কী লক্ষ্য, তা নিয়ে আলোচনা করা হবে। কৃষি, শিক্ষা, সেবা—প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

শেয়ার করুন