সরকারের পদত্যাগ দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর দশম দফা অবরোধের মধ্যে আজ বুধবার বিকেলে রাজধানীর মানিকনগরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেল পাঁচটার দিকে মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে গত সাড়ে আট ঘণ্টায় রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়া হলো।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিকেল পাঁচটার দিকে রাজধানীর মানিকনগর এলাকায় থেমে থাকা একুশে এক্সপ্রেস পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাস দুটিতে কেউ ছিলেন না। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। এর আগে সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। দশম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ সকালে। এ কর্মসূচি শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। একই ধরনের কর্মসূচি দিয়ে আসছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল ও জোট।