বাইডেনের ছেলের বিরুদ্ধে এবার কর ফাঁকির অভিযোগে মামলা

মত ও পথ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এবার কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে নতুন এই ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। খবর রয়টার্সের।

৫৩ বছর বয়সী হান্টারের বিরুদ্ধে করা এই মামলায় নয়টি অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিলাসী জীবনযাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এই সময় তিনি ১৪ লাখ ডলার কর পরিশোধে ব্যর্থ হয়েছেন। কর ফাঁকির এই মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৭ বছর কারাদণ্ড হতে পারে।

universel cardiac hospital

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হান্টারের কর ফাঁকির ঘটনায় তদন্ত চলছে। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল রাতে হান্টারের আইনজীবী নতুন এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। হান্টারের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় ফৌজদারি অপরাধের মামলা হলো। গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত ফৌজদারি অপরাধের একটি মামলা হয়।

শেয়ার করুন