নির্বাচনে আসন বা‌টোয়ারা হ‌তে পা‌রে, বললেন জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংগৃহীত ছবি

আসন্ন নির্বাচন নিয়ে এখনও জাতীয় পার্টি (জাপা) শঙ্কায় আ‌ছে ব‌লে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ব‌লে‌ছেন, একটু শঙ্কায় আছি। তবে সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার এবং ভোটাররা কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন বলে যে আশ্বাস দিয়েছে, সেজন্য আশায় আ‌ছি।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার কথা এত‌দিন অস্বীকার কর‌লেও শ‌নিবার সুর বদল ক‌রেন চুন্নু। ক্ষমতাসীন ও বি‌রোধী দ‌লের ম‌ধ্যে আসন বা‌টোয়ারা হ‌তে পা‌রে বলে স্বীকার ক‌রে তি‌নি ব‌লে‌ছেন, এ ধরনের আপস অন্যান্য দেশেও হয়। এ বিষয়ে স্থায়ী কোনো কথা বলার সুযোগ নেই। নির্বাচন বা রাজনীতিতে চূড়ান্ত কোনো বিষয় নেই। যে কোনো সময়ে যে কোনো কথার কারণে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

ভোটের প্রচার সম্পর্কে কোনো পরিকল্পনা হয়নি জানিয়ে জাপা মহাসচিব বলেন, মনোনয়ন যেগুলো আপিলে গেছে, সেগুলো আমরা দেখছি। এরপর আমরা ইশতেহার প্রকাশ করব।

শেয়ার করুন