ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫৯

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয় ঢাকা মহানগরে, বাকি ৫ জনের ঢাকা মহানগরের বাইরে। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬৬১ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৮৬ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩৭৩ জন ভর্তি হন।

universel cardiac hospital

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৮ হাজার ৯৮৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৮ হাজার ২৩৪ জন।

উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীত প্রায় চলে এলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত বছরও শীতে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের এ সময়ের দ্বিগুণ।

শেয়ার করুন