১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

অনুমোদিত কোনো কেন্দ্রীয় কমিটি না থাকায় গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দলটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সদস্য। সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়েছে, দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্প্রতি ইসিতে পৃথক দুটি কমিটির নাম জমা দিয়েছেন। সুতরাং, এখন দলটির কোনো অনুমোদিত কমিটি নেই।

universel cardiac hospital

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দুই গ্রুপে বিভক্ত গণতন্ত্রী পার্টি থেকে ১২ জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিল হওয়ায় আগামী নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা কমে হলো ২৮।

শেয়ার করুন