প্রচারের হাতেগোনা কয়েক দিন বাকি থাকলেও নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে নেই সাকিব আল হাসান। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে তার পরিবার অবস্থান করছে। তার অনুপস্থিতিতে অনেকটা নীরব স্থানীয় নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের শঙ্কায় প্রতীক বরাদ্দের আগে তারা কোনো কর্মসূচি করছেন না। তবে তাকে জেতাতে নানামুখী প্রচারে যাবে দল।
মাগুরায় সাকিবকে সবশেষ দেখা যায় ৫ ডিসেম্বর। সেদিন দুপুরে শহরের জামরুল তলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি উপস্থিত ছিলেন। ওই সভায় মাগুরার দুটি আসনে প্রচার নিয়ে কথা হয় দলটির শীর্ষ নেতাদের সঙ্গে। বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সাকিব মাগুরা এলে তারপর প্রচারের বিষয়ে আলোচনা হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান বলেন, সাকিব মাগুরায় নেই। তিনি শিগগিরই আসবেন। যেহেতু মনোনয়ন পাওয়ার পর মাগুরায় আসাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের নোটিশ হয়েছিল। সেই কারণে সাকিব নিজেও আর গণসংযোগ করছেন না। প্রতীক বরাদ্দের পর আমরা নানামুখী প্রচারে যাব।