সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল, বহাল জাহিদ ফারুকের

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেয় কমিশন।

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ তুলে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তার আবেদন মঞ্জুর হওয়ায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল হয়ে গেল।

universel cardiac hospital

এদিকে জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছিলেন। তার সেই আবেদন নামঞ্জুর করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল রইল।

শেয়ার করুন