ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে ১৪–দলীয় জোটের প্রাথী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পাকাপাকি হয়ে গেল। এই আসনে আওয়ামী লীগ আগে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে মনোনয়ন দিয়েছিল।
রাশেদ খান মেননকে গত বুধবার বরিশাল-৩ আসনে ১৪ দল জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। পরে গত শুক্রবার তা পরিবর্তন করে তাকে বরিশার-২ আসনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাশেদ খান মেনন ২৮ বছর পর নিজ জন্মস্থানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।