গাজায় যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের মন গলাতে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভাষা বদল

মত ও পথ ডেস্ক

ছবি : ইন্টারনেট

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার ভোট হতে যাচ্ছে। এই প্রস্তাবে যেন যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ না করে, সে জন্য চলছে আলোচনা।

নিরাপত্তা পরিষদে সর্বশেষ এই ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল সোমবার। তবে তা এক দিন পেছানো হয়। প্রস্তাবে ‘গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে জরুরিভিত্তিতে স্থায়ীভাবে সংঘাত বন্ধের’ আহ্বান জানানো হয়।

universel cardiac hospital

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাবের ভাষায় কাটছাঁট করে নতুন করে ‘জরুরিভিত্তিতে সংঘাত বন্ধের’ আহ্বান জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে এবং প্রস্তাবের অনুমোদনের বিষয়ে একটি সমঝোতায় আসতে ভাষায় আরও বদল আনা হতে পারে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আল–জাজিরার সংবাদদাতা গ্যাব্রিয়েল এলিজোনডো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, কোনো প্রস্তাবে যুদ্ধবিরতির মতো শব্দ ব্যবহার করা হলে তা শুধু হামাসকেই সুবিধা দেবে। ফলে আগের মতোই যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করবে। আমাদের ধারণা, তাই তারা নতুন প্রস্তাবে ভাষাগত কিছু কাজ করছে।

শেয়ার করুন