সিলেটে শেখ হাসিনার জনসভায় জনতার ঢল

সিলেট প্রতিনিধি

সিলেটে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। আজ বুধবার বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করে আওয়ামী লীগ। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বেলা একটার আগে আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে মাঠের চারপাশের রাস্তায় তিল ধারনের ঠাঁই ছিল না। মাঠের চারপাশে মাইক যতদূর পর্যন্ত ছিলো সে পর্যন্ত লোকারণ্য ছিল। মাদরাসা মাঠের আশপাশের ভবনের ছাদেও পুরুষ মহিলা ও শিশুদেরকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় নেতাদের ভাষণ শুনতে দেখা যায়।

universel cardiac hospital

দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে জনতার ঢল নামে। সবার গন্তব্য ছিল আলিয়া মাদ্রাসা মাঠ। শেখ হাসিনার জনসভাকে ঘিরে সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে ১৯টি সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে নিয়ে পৃথক পৃথক মিছিল সহকারে জনসভায় যোগ দেন।

এছাড়াও সিলেট মহনগরীর ৪২টি ওয়ার্ড আওয়ামী লীগ ও জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। এতে পুরো সিলেট উৎসবের আমেজে মিছিলের নগরীতে পরিণত হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে দলমত নির্বিশেষে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বিকেল ৩টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের পার্শ্ববর্তী চৌহাট্টা থেকে রিকাবিবাজার পয়েন্ট, দরগা গেইট, দরগা মহল্লার ছোট-বড় প্রায় সব সড়কেই অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। বেলা ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদরাসার মাঠের জনসভা মঞ্চে উঠেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় সমাবেশে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান শেখ হাসিনা। এর জবাবে নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আলিয়া মাদ্রাসা ময়দান ও আশপাশ এলাকা। এর আগে দুপুর একটায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

শেয়ার করুন