বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে: কাদের

নোয়াখালী প্রতিনিধি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হলো পরগাছা। এ পরগাছার অস্তিত্ব রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে। তিনি বলেন, বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বাদ পড়েছে, কেন বাদ পড়েছে? শুধু তারা ফাউল করে। তাদের আর রাজনীতির মাঠে খেলার সুযোগ নেই।

ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এক পথ সভায় এসব কথা বলেন। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তারেক রহমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে লন্ডনে বসে, দন্ডিত আসামি তারেক রিমোট কন্ট্রোলে বিএনপি চালায়। তারেক মনে করেছে বঙ্গবন্ধুর ডাকে ‘৭১ সালে অসহযোগ হয়েছে, আজ তারেকের কথায় অসহযোগ হবে। বরং বাংলাদেশের জনগণ তারেকের সঙ্গে অসহযোগিতা করবে, অসহযোগ করে বিএনপি নামক পরগাছাকে হটিয়ে দেবে।

ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, ক্ষমতার মঞ্চে আমরা শেখ হাসিনাকে আবারও চাই। গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। স্বাধীনতা ও উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

নিজ এলাকার উন্নয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই কবিরহাট এক সময় অবহেলিত ছিল। এখানে গত ১৫ বছরে বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নের ধারা রক্ষা করতে হলে ৭ তারিখ ফাইনাল খেলায় জিততে হবে।

শেয়ার করুন