কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ইন্টারনেট দুনিয়াকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। অনেক কঠিন কাজ নিমিষেই করে ফেলা যাচ্ছে এই রোবটিক প্রযুক্তির মাধ্যমে। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। কেননা যে কেউ চাইলেই এর অপব্যবহার করতে পারেন। সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মূলত এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
এবার এই প্রযুক্তির শিকার ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত তারকারা। এই তালিকায় আছেন শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন, সোনু সুদ, রণবীর সিং ও বরুণ ধাওয়ান। সম্প্রতি তাদের নিয়ে কিছু ভিন্ন রকমের ছবি তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে। মূলত রম্য করার জন্যই এগুলো বানানো হয়।
ছবিগুলিতে সবার প্রিয় তারকাদের ওজন বেশি হলে কেমন দেখতে হত, তা কল্পনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে এক শিল্পী তার নিজের অ্যাকাউন্টে এই ছবিগুলি তৈরি করে পোস্ট করেছেন। পোস্টটি গত ডিসেম্বর শেয়ার করা হয়।
শাহরুখ খান
বলিউড বাদশাহ ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তার সিনেমা ডানকি রিলিজ হয়েছে।
সালমান খান
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন ভাইজান।
হৃত্বিক রোশন
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন হৃত্বিক।