প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, জীবনমানের উন্নয়ন হয়। মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের সেবা দিতে পেরেছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে।
দেশে খাদ্য নিরাপত্তায় সরকারের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি মূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটি শ্রেণির উন্নয়ন করছি।
শেখ হাসিনা বলেন, দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছে আওয়ামী লীগ সরকার। সকলের হাতে হাতে আজ মোবাইল।
তিনি বলেন, প্রতি বছর বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে সরকার। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
নির্বাচনী প্রচারে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সরকারি তারাগঞ্জ কলেজ মাঠে সভাস্থলে পৌঁছেন বেলা ১১টা ৫০ মিনিটে। সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা।
প্রধানমন্ত্রী এরপর পীরগঞ্জে নির্বাচনীয় সভায় বক্তব্য রাখবেন। তারাগঞ্জে বক্তব্যের পর তিনি সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরে জয়সদনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত এবং শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। এরপর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। পীরগঞ্জ হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে বাংলাদেশ বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।