দেশে এত কোটিপতি প্রার্থী আসে কোত্থেকে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে এতো কোটিপতি প্রার্থী আসে কোত্থেকে? নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া তথ্য উল্লেখ করে তিনি ওই প্রশ্ন তোলেন।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নজরুল ইসলাম খান। টিআইবি গতকাল তাদের বিশ্লেষণ প্রকাশ করে জানিয়েছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রায় ৮৭ শতাংশ প্রার্থী কোটিপতি (অস্থাবর সম্পদের ভিত্তিতে)।

universel cardiac hospital

বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, পত্রিকায় খবর বেরিয়েছে, তারা (আওয়ামী লীগ) এখন নির্বাচন করছে, তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রার্থী কোটিপতি। তিনি প্রশ্ন করেন, এত কোটিপতি কোত্থেকে আসে বাংলাদেশে?

বিএনপির এই নেতা বলেন, আমরা ২২ পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম…আর আজ ২২ শ পরিবার তৈরি হয়ে গেল। …হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেছে। কারা এই টাকা লুট করেছে? সরকার কি জানে না, সরকার কি তাদের ধরতে পারে না? কিন্তু ধরে না।

শেয়ার করুন