টস জিতে বল করতে নেমে শুরুতেই স্বাগতিক নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ দল। ২ ওভারে তুলে নিয়েছে ৩ উইকেট।
নিউজিল্যান্ড ২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২ রানে ব্যাট করছে। এর মধ্যে ১ রানে ৩ উইকেট হারায় তারা। প্রথম ওভারে স্পিনার শেখ মাহেদী তুলে নেন টিম শেইফার্টকে (০)। পরের ওভারে শরিফুল সাজঘরে ফেরান ওপেনার ফিন অ্যালেন (১) ও চারে নামা গ্লেন ফিলিপসকে।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জিতে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে ওই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখাতে চান নাজমুল শান্তরা। নেপিয়ারে কন্ডিশনের সুবিধা নিতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।
চলতি বছরে বাংলাদেশ টি-২০ ফরম্যাটে হারের চেয়ে জয় পেয়েছে বেশি। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে চোখ রেখে নিউজিল্যান্ডেও জয়ের প্রত্যাশা করতে পারেন চন্ডিকা হাথুরুসিংহের দল।