দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট ফিরে পেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। দেশটির আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে ক্রিকেট ব্যাট প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দলটি। গতকাল মঙ্গলবার দেশটির একটি আদালত এ আদেশ দেন। খবর এএফপির।
গত সপ্তাহে পিটিআইয়ের দলীয় প্রতীক বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। প্রতীক বাতিলের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে পিটিআই।
পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেন, পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যাট বাতিল করে আদেশ জারি করেছিল নির্বাচন কমিশন। অন্যায্যভাবে জারি করা এই আদেশ স্থগিত করেছেন পেশোয়ার হাইকোর্ট। একই সঙ্গে প্রতীক ফিরিয়ে দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।