ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মাদক যুব ও ছাত্র সমাজকে বিপথগামী করে। আর ছাত্র ও যুব সমাজ বিপথগামী হলে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। বিজয়নগর উপজেলা সীমান্তবর্তী হওয়ায় নানান অপশক্তি মাদকের বিস্তার করতে অপচেষ্টা করে। তাই বিজয়নগর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী হলে নৌকার মাঝি হিসাবে আমি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অতীতের মতো জিরো টলারেন্স নিয়ে কাজ করবো।
আজ রোববার সকালে সিঙ্গারবিল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিসেস নাসিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এমদাদ বারী, চাওরা দরবার শরীফের পীর সৈয়দ নইমুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির আহবায়ক দীপক চৌধুরী বাপ্পি, ইউপি চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউৃল হক বকুল, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, বাবুল চৌধুরী, ইসহাক সরকার ও নুরুল আমিন প্রমুখ।