বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে নতুন বছর ২০২৪। বরাবরের মতো এবারের নতুন বছরটি ঘিরেও বলিউডপ্রেমীদের রয়েছে অনেক প্রত্যাশা। জানা গেছে, চলতি বছর বলিউডে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে।
অন্যদিকে বেশ কিছু সিনেমা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। পাশাপাশি এরই মধ্যে কিছু সিনেমা সাড়া ফেলেছে দর্শকের মাঝে। জেনে নেওয়া যাক, নতুন বছরে বলিউডে যেসব সিনেমা মুক্তি পাচ্ছে-
‘হীরামাণ্ডি’: চলতি বছরের মাঝামাঝি মুক্তি পেতে পারে সঞ্জয় লীলা বানশালীর সিনেমা ‘হীরামাণ্ডি’। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা ও সনজিদা শেখকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বানশালীর এ সিনেমা।
‘পুষ্পা-২’: ‘পুষ্পা’ সিনেমাটি ব্যাপক সাফল্যের পর জানা গেছে এর পরের সিক্যুয়েল আসছে। এমনকি আল্লু অর্জুনের অদ্ভুত লুক দিয়ে এ সিনেমার পোস্টারও মুক্তি পেয়েছে গত বছর। ফলে তারপর থেকেই ‘পুষ্পা-২’ সিনেমা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সিনেমার একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায় যেখানে সবাইকে কেবল পুষ্পাকে খুঁজতে দেখা গিয়েছিল। তবে চলতি বছর কোন সময় এ সিনেমা মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।
‘ফাইটার’: ঋতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের পর্দায় রসায়ন দেখে এরই মধ্যে সিনেমার একটি গান ঘিরে সোশ্যাল মিডিয়া আলোচনায় এসেছে। এ সিনেমায় এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন ঋতিক ও দীপিকা। সিনেমার বেশ কিছু গান এরই মধ্যে মুক্তি পেয়েছে।
‘সিংহাম অ্যাগেইন’: অজয় দেবগণ এবারও এ সিনেমায় অভিনয়ের জাদু দেখাবেন। এ সিনেমাটির মাধ্যমে আবারও একবার পুলিশের পোশাকে দেখা যাবে অজয়কে। তবে এ সিনেমাটিতে থাকছে আরও দুই চমক। তা হচ্ছে- রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি চলতি বছরের কখন মুক্তি পাবে তা জানা যায়নি।
‘মেরি ক্রিসমাস’: এ সিনেমায় একই ফ্রেমে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের অপেক্ষার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
‘মেট্রো ইন দিনো’: অনুরাগ বসুর এ সিনেমা নিয়ে দর্শকরা ভীষণ অপেক্ষায় রয়েছেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সারা আলী খান, অনুপম খের, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কণা সেনশর্মা, আলী ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখসহ আরও অনেকে। সিনেমাটি ২৯ মার্চ মুক্তির কথা রয়েছে।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: সিনেমাটি নির্মাণ করেছেন আব্বাস জাফর। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করবেন সোনাক্ষী সিনহা, মানুষি ছিল্লার, আলেয়া এফ, পৃথ্বীরাজ সুকুমারন। জানা গেছে, সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’: এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। শরণ শর্মা নির্মিত এ সিনেমাটি ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে বলে জানা যাচ্ছে।
‘স্ত্রী টু’: এ সিনেমা ৩০ আগস্ট মুক্তি পাবে। অমর কৌশিক নির্মিত এ সিনেমায় অভিনয় করছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেকে।
‘জিগরা’: আলিয়া ভাট ‘জিগরা’ নিয়ে আসছেন। এ সিনেমায় তাকে অ্যাকশন রূপে দেখা যাবে। জানা গেছে, বসন বালা নির্মিত সিনেমাটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
‘ম্যায় অটল হুঁ’: সিনেমাটি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমায় অটল বিহারির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি অভিনয় করছেন। এটি আসছে ১৯ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।
‘সুরারাই পত্রু’: সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এটি চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।
‘যোদ্ধা’: জানা গেছে চলতি বছরের ১৫ মার্চ এ সিনেমা মুক্তি পাচ্ছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সাগর আমব্রে ও পুষ্কর ওঝা। সিনেমাটিতে অভিনয় করছেন, দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্না।