রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ছোড়া নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়ে। খবর এএফপির।
রাশিয়ান সেনাবাহিনীর ভাষ্য, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বেলগোরোদ অঞ্চলে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এরপর তারা অন্যান্য অঞ্চলে একই ধরনের আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এগুলো ছিল ‘ভিলখা’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
কয়েক মাস ধরেই বেলগোরোদ ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। গত সপ্তাহে সেখানে এক হামলায় ২৫ জন নিহত হয়েছেন।
বেলগোরোদের গভর্নর বলেন, ইউক্রেন সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে। পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে। এতে একজন নারী আহত হয়েছেন।