আজ বিটিভিতে ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

ইত্যাদি
ফাইল ছবি

মৌলভীবাজারে ঘন সবুজ অরণ্য, পাহাড়ের বুকে মুগ্ধতা ছড়ানো চায়ের বাগান, লেক আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে মিল রেখে চা–গাছ দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের অনুষ্ঠান। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৫ ডিসেম্বর। ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে পুরো মৌলভীবাজার জেলায় ছিল উৎসবের আমেজ।

গত শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় গত বছরের শেষ ইত্যাদি। আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে অনুষ্ঠানটি আবার প্রচার করা হবে। বরাবরের মতো আজকের ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে তারই প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

universel cardiac hospital

এবারের অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় একটি ভিন্ন রকম প্রেমের গানে কণ্ঠ দেন মৌলভীবাজারের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তসিবা। গানটির কথা লিখেছেন রামাচরণ, সুর করেছেন আকাশ মাহমুদ। এ ছাড়া মৌলভীবাজারকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদির সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মৌলভীবাজারেরই স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেন খাজা সালাউদ্দিন, কণ্ঠ দেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ।

শেয়ার করুন