গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ হয়নি: ইসি

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে সংবাদমাধ্যমে যে খবর এসেছে, তা ‘ভিত্তিহীন’ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ বন্ধ রাখা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

পক্ষপাতের অভিযোগে এক প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। সেই সঙ্গে ওই আসনে গত উপনির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখতে বলা হয়।

universel cardiac hospital

ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে শুক্রবার কয়েকটি টেলিভিশন ও অনলাইন পোর্টাল ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের সিদ্ধান্ত হয়েছে’ বলে খবর প্রকাশ করে। এ প্রেক্ষাপটে ‘ওই তথ্য সঠিক নয়’ জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় ইসি।

শেয়ার করুন