মেয়ে আয়েকেই উত্তরসূরি করতে পারেন কিম উন

মত ও পথ ডেস্ক

কিম জং উন
কিম জং উন। ফাইল ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ছোট মেয়ে কিম জু আয়েকে তার উত্তরসূরি করতে পারেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস এমন আভাস দিয়েছে। তবে গোয়েন্দা সংস্থাটি বলেছে, কী হবে না হবে, তা এখনো পিয়ং ইয়ংয়ের উত্তরসূরিসংক্রান্ত পরিকল্পনার ওপর নির্ভর করছে। খবর বিবিসির।

ধারণা করা হয়, জু আয়ে উত্তর কোরীয় নেতার দ্বিতীয় সন্তান। তার বয়স ১০ বছরের মতো। ২০২২ সালের শেষের দিকে প্রথম জু আয়েকে জনসমক্ষে দেখা গিয়েছিল। উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজ করার সময় আয়েকে তার পাশে দেখা গেছে। এনআইএস বলেছে, কিম জু আয়ে প্রথম জনসমক্ষে আসার পর থেকে তার প্রতি সম্মানের মাত্রা এবং সরকারি তৎপরতা বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, তার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শেয়ার করুন