কমনওয়েলথ মহাসচিবের বক্তব্যে বিএনপি ‘আহত’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক পরিবেশে নাগরিকদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে কমনওয়েলথ মহাসচিব প্যাটিসিয়া স্কটল্যান্ডের দেওয়া বিবৃতি ‘প্রত্যাখ্যান’ করেছে বিএনপি। শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে ‘বিস্ময়’ প্রকাশ করে বলেছেন, কমনওয়েলথ মহাসচিবের বক্তব্য ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী’। এতে বিএনপি ‘আহত’।

কবির রিজভী বলেন, কমনওয়েলথ ৫ জানুয়ারি এক বিবৃতি দিয়েছে। যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে একটি ‘ডামি নির্বাচন’ হতে যাচ্ছে, তখন কমনওয়েলথ মহাসচিব ‘একটি সহায়ক পরিবেশে নাগরিকদের জন্য শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে’ দেশের সব রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতাদের অবদান রাখতে আহ্বান জানিয়েছেন।

universel cardiac hospital

বিবৃতিতে রিজভী বলেন, কমনওয়েলথ মহাসচিবের এমন আহ্বান বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণকে আহত করেছে। আমরা বিশ্বাস করি, তার বক্তব্য গণতন্ত্রপন্থী বাংলাদেশিদের আকাঙ্ক্ষার পরিপন্থী।

শেয়ার করুন