৪০ শতাংশের মতো ভোট পড়েছে, তবে এটা নিশ্চিত নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। তবে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। প্রকৃত হিসাব এখন বলা যাবে না। সিইসি আরও বলেন, ভোটের হারের এই হিসাবে কিছুটা ব্যত্যয় হতে পারে। সব গণনার পর ভোটের হার বাড়তেও পারে, কমতেও পারে।

এর আগে বেলা তিনটা পর্যন্ত ভোটের হারের হিসাব দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ভোট পড়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। তখন তিনিও জানিয়েছিলেন, এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। কারণ সব জায়গার তথ্য পাওয়া যায়নি।

universel cardiac hospital

আজ রোববার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম ছিল। কোথাও কোথাও উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

শেয়ার করুন