জনগণের ভোটে নয়, কারচুপিতে পরাজিত হয়েছি: ইনু

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু। ফাইল ছুবি

কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমি জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের কার্যালয়ে ভোট পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ইনু এ কথা বলেন।

সারাদেশে ভোট অবাধ ও সুষ্ঠ হয়েছে মন্তব্য ক‌রে জাস‌দের এই সভাপ‌তি ব‌লেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমার এলাকা কুষ্টিয়া-২ আসনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাস্তান বাহিনী ভোটের সাতদিন আগে থেকে যে আতঙ্ক ছড়িয়েছে, সেটা বন্ধ করা সম্ভব হয়নি। ভোটের দিন ১৬১টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট প্রদান লক্ষ্য করা গেছে, যা কারচুপির মাধ্যমে করা হয়েছে। প্রতিবাদ করার পরেও এবং উপর্যুপরি এ ব্যাপারে কর্তৃপক্ষের নজরে আনার পরেও কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা কার্যকরি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

universel cardiac hospital

ইনু বলেন, আমি মনে করি, কুষ্টিয়া-২ আসনে আমি জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি এটা সবাই তদন্ত করে দেখবেন এবং এর প্রতিকার ও বিহীত করবেন।

শেয়ার করুন