গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একাত্তরের রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর, বিজয়নগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি। এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন তাঁকে শপথ বাক্য পাঠ করান। মত ও পথ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এবারই প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দিলেন। এমনকি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী হওয়া মোকতাদিরই প্রথম সংসদ সদস্য। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। নবম জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোকতাদির চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। কাঁচি প্রতীকে তিনি পান ৬৪ হাজার ০৩৭ ভোট।

১৯৫৫ সালের ১ মার্চ তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। দুই ভাইবোনের মধ্যে পিতা-মাতার জ্যেষ্ঠ সন্তান তিনি। তাঁর পিতার নাম মো. আব্দুর রউফ চৌধুরী এবং মাতা মোসাম্মৎ হালিমা খাতুন চৌধুরী। তাঁর আরও একটি পরিচয় রয়েছে- সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামের ভগ্নিপতি তিনি।

মোকতাদির চৌধুরী প্রাথমিক শিক্ষা লাভ করেন ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ও নারায়ণগঞ্জে। এরপর মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে ফাজিল পাস করার পর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৬৯ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম সাধারণ সম্পাদক উবায়দুল মোকতাদির চৌধুরী।

শেয়ার করুন