জাতীয় সংসদ নির্বাচনের পর এখন আন্দালনের গতি প্রকৃতি কেমন হবে, তা ঠিক করতে প্রতিদিন দলের নেতারা বৈঠক করছেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি এখন কোন ধারায় আন্দোলন করবে, তা নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
আজ শনিবার দপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। নির্বাচনের পর এখন বিএনপির নতুন কর্মসূচি কী হবে— এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমাদের নেতৃবৃন্দ প্রতিদিন বসছেন। কর্মসূচি ঠিক করে তারা জানাবেন। বিএনপি কর্মসূচি ও আন্দোলনের মধ্যে আছে বলেও জানান তিনি।
নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন এক ধারায় হয়েছে। এখন আমরা কোন ধারায় আন্দোলনে যাবো, আমাদের সঙ্গে আরো দল রয়েছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। কথা বলার পরে একটা কর্মসূচি ঠিক হয়। সেভাবেই আমাদের কর্মসূচি যাচ্ছে।