মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কর্মকর্তাদের কাজ করতে বললেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ রোববার সচিবালয়ের নিজ দপ্তরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থা প্রধান ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি।

universel cardiac hospital

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের সকল ভিশণ ও মিশন বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য।

মোকতাদির চৌধুরী কর্মক্ষেত্রে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে জনসেবা করার জন্য প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর প্রতি অনুরোধ জানান। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইন যথাযথ মেনে চলার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

শেয়ার করুন