নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) পেয়েছে। পরবর্তী সময়ে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা করা হবে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ভোট হবে ফেব্রুয়ারিতে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অশোক কুমার দেবনাথ।
এবার ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য। এ ক্ষেত্রে সংরক্ষিত আসনের বণ্টন কীভাবে হবে? জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, এটি তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে। কীভাবে হবে, এ ব্যাপারে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব, দলগুলো কোটা অনুযায়ী কতটি পাবে, সে ব্যাপারে বলে দেওয়া হবে।
কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীরা জোট করেছেন, এমন কোনো তথ্য এখনো কমিশনকে জানানো হয়নি বলেও জানান অতিরিক্ত সচিব। স্বতন্ত্ররা যদি কোনো দলের সঙ্গে বা নিজেরা আলাদা জোট না করেন, সে ক্ষেত্রে তাদের আসনের বিপরীতে সংরক্ষিত আসনের বণ্টন কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, সেটি পরে দেখা যাবে। তারা যদি কিছু না জানায়, তখন সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।