বাংলাদেশে সহিংসতা পরিহারের আহ্বান জানালো জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ
ফাইল ছবি

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে মানবাধিকার রক্ষা ও আইনের শাসনের প্রতি সম্মান জানাতে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে সংঘটিত নাশকতা নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক এ আহ্বান জানান। তিনি বলেন, ‘সহিংসতা যারাই করুক, আমরা প্রশ্রয় দিই না।’

গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরে এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও সহিংসতার বিষয়ে আগের অবস্থান তুলে ধরে ডুজারিক বলেন, ‘নির্বাচন বিষয়ে আগেও প্রশ্ন পেয়েছি। সব দলকে আমরা সহিংসতা পরিহার করে মানবাধিকার রক্ষা ও আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই।’

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ‘বিএনপির সন্ত্রাসী কার্যক্রম’ নিয়ে মুখপাত্রের ভাষ্য কী? একই সঙ্গে জানতে চাওয়া হয়, গণতান্ত্রিক আন্দোলনের নামে বাস-ট্রেনে আগুন ও মানুষ হত্যাকে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে কিনা। জবাবে ডুজারিক বলেন, ‘কোনো ধরনের সহিংসতাকে আমরা প্রশ্রয় দিই না, সেটা যারাই করুক।’

গত ৭ জানুয়ারির ভোটে ২২৩টি আসনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সংসদে গত দুইবারের বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৬২টি আসনে জিতে এবার চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর বাইরে আরও তিনটি দল পেয়েছে একটি করে আসন।

এ নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের একাংশ সন্তোষ প্রকাশ করলেও ভোট সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর নির্বাচনের পরদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভোট-পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানান; পাশাপাশি নির্বাচনের আগে-পরের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন।

গত ২১ ডিসেম্বর ব্রিফিংয়ে ডুজারিক এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই, যাতে মানুষ কোনো ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারে।’

শেয়ার করুন