ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে

যশোর প্রতিনিধি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার যশোর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর বাপ্পাদিত্যকে মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত আসামি তিনি। আজ তিন মামলার পলাতক আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে। তিনি ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি। পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। ওই অভিযানে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে তিনি ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন।

শেয়ার করুন